ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

রাতে আসছে মঈন উদ্দিন খান বাদলের মরদেহ

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯ , ১০:৩৩ এএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলের মরদেহ শুক্রবার রাত সাড়ে আটটায় দেশে পৌঁছাবে।

বিজ্ঞাপন

এরপর শনিবার চট্টগ্রামের বোয়ালখালীতে মা-বাবার পাশে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

বাদলের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান সাংবাদিকদের জানান, বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই বাদল ভাইকে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে। শুক্রবার মরদেহ দেশে পৌঁছলে জানাজার সময় নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পৌনে আটটার দিকে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈন উদ্দিন খান বাদল।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া বাদল জাসদের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম-৮ আসনের তিন বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরো পড়ুন\

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |