ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত কাউকে বাংলাদেশে পুশ করবে না: পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৪ নভেম্বর ২০১৯ , ০৮:২৪ পিএম


loading/img
ফাইল ছবি

ভারত কাউকে বাংলাদেশে পুশ করবে না। ভারত সরকার আমাদের বারবার বলেছে এনআরসি তাদের অভ্যন্তরীণ সমস্যা। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

রোববার সিলেট সফরে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা থেকে বাদপড়াদের নিয়ে মাঝেমধ্যে কিছু তথ্য বের হয়। কিন্তু পরে দেখা গেছে এসব তথ্য সঠিক নয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর প্রায় দুই কোটি শিক্ষার্থীকে বৃত্তি দেন। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে। বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতিতে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার, একটি গ্রাম সর্বোপরি দেশ শিক্ষিত হয়। তাই শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লে পুরো দেশ উপকৃত হবে।

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ বছর ২১৮ শিক্ষার্থীকে ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা বৃত্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |