ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বুধবার থেকে সচিবালয় এলাকায় হর্ন বাজালেই জরিমানা: পরিবেশমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ , ০১:৫৯ পিএম


loading/img

আগামীকাল বুধবার থেকে রাজধানীর জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড এলাকায় হর্ন বাজালেই জরিমানা করা হবে। বললেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের সামনে ‘সচিবালয়ের চারপাশের রাস্তাকে হর্নমুক্ত এলাকা’ ঘোষণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, মঙ্গলবার সচিবালয় এলাকাকে হর্ন মুক্ত ঘোষণার পাশাপাশি স্টিকার লাগানো, লিফলেট বিতরণ, মৌখিক অনুরোধসহ বিভিন্নভাবে চালকদের হর্ন বাজাতে নিষেধ করা হবে। তবে আগামীকাল বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজালে জরিমানা করা হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সচিবাল এলাকা হর্নমুক্ত ঘোষণার মাধ্যমে ঢাকার একটি গুরুত্বপূর্ণ অংশ নীরব এলাকায় পরিণত হতে যাচ্ছে।  এ ধরনের কার্যক্রম শুধু সরকারি আদেশ-নির্দেশের মাধ্যমে বাস্তবায়ন কষ্টসাধ্য। সবার সহযোগিতায়ই এ কার্যক্রম সফল হতে পারে।

মন্ত্রী বলেন, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনের হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। এ অপরাধের জন্য প্রথমবার অনধিক এক মাসের কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে। আর কেউ যদি পরবর্তী সময়ে একই অপরাধ করেন, সে ক্ষেত্রে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |