ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

কান্নায় ভেঙে পড়েন ড. মুহাম্মদ ইউনূস

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২২ ডিসেম্বর ২০১৯ , ০৬:২৯ পিএম


loading/img
ড. মুহাম্মদ ইউনূস

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে ফজলে হাসান আবেদকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে তার মরদেহ আনা হয়। তারপর বেলা ১১টার দিকে আর্মি স্টেডিয়ামে আসেন নোবেলজয়ী ড. ইউনূস। সেখানে অশ্রুসিক্ত নয়নে আবেদকে স্মরণ করে ড. ইউনুস বলেন, তার বিদায়ে কতটা কষ্ট পেয়েছি, তা বলে শেষ করা যাবে না। একটা বিরাট শূন্যতা অনুভব হচ্ছে।

ফজলে হাসান আবেদের হঠাৎ মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেটি পূরণ করতে সবাইকে একযোগে কাজ করার এবং আবেদ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে সচল রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ড. ইউনূস বলেন, যে মূল্যবোধ থেকে তিনি এসব করেছেন। তা নতুন প্রজন্মকে জানা অত্যন্ত জরুরি। আমি তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছি, তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার মতো হওয়ার চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, তিনি একক ব্যক্তি হিসেবে সম্পূর্ণ নিজের চেষ্টায় সবকিছু করেছেন। এটা একটা বড় দৃষ্টান্ত হবে আমাদের জন্য।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |