ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ফানুস-আতশবাজিতে খ্রিষ্টীয় বর্ষবরণ

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ , ০৯:৫৮ এএম


loading/img

আনন্দ উৎসব আর রঙ-বেরঙের ফানুস উড়িয়ে, আলোকসজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে খ্রিষ্টীয় নববর্ষ-২০২০ বরণ করেছে রাজধানীবাসী।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) রাত ১২টা এক মিনিটে আতশবাজি ও ফানুসে আলোকিত হয়ে ওঠে রাজধানীর আকাশ। অনেক বাড়ির ছাদে ছাদে রঙ-বেরঙের ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করছে নানা বয়সের মানুষ। এসময় আনন্দের জোয়ারে ভাসে রাজধানীর মানুষ। কোনো বাধাই আনন্দে ভাগ বসাতে পারেনি রাজধানীবাসীর।

নতুন বছরের প্রথম প্রহরে রাজধানীর মধ্যে সবচেয়ে বেশি আনন্দমুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে আনন্দে মেতে ওঠে।

বিজ্ঞাপন

উৎসবের জোয়ারে শীত কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। অনেক বাড়ির ছাদে ছাদে চলে বারবি কিউ পার্টি। পুরোনো গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতে প্রতিটি ছাদে ছাদে চলে উৎসবের প্রতিযোগিতা।

নতুন বছরের নতুন সূর্যের আলোয় শান্তিময় হয়ে উঠুক সবার জীবন, এমন প্রত্যাশা নিয়েই রাজধানীবাসী নতুন খ্রিষ্টিয় বর্ষকে স্বাগত জানায়।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |