নববর্ষের অনুষ্ঠান বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ , ১২:১৯ পিএম


নববর্ষের অনুষ্ঠান বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলা নববর্ষের সকালে আনন্দ শোভাযাত্রা (ফাইল ছবি)

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরে বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সাথে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনা প্রদানকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলা নববর্ষ আমরা সব সময় খুব উৎসবের সাথে উদযাপন করে থাকি। এবারে আমরা সব অনুষ্ঠান বাদ দিয়েছি, বিশেষ করে লোক সমাগম হয় এমন সব অনুষ্ঠান। আমি মনে করি নববর্ষের অনুষ্ঠান বিশাল জনসমাগম করে সারাদেশে সম্পূর্ণ বন্ধ রাখা উচিত। এখন ডিজিটাল যুগ, যারা উৎসব করবেন, গান-বাজনা ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ইতোমধ্যে পাঁচজন মারা গেছেন বলে সরকারি ঘোষণায় বলা হয়। আর সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন; যাদের মধ্যে মোট ১৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন। 
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission