• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

জোনভিত্তিক লকডাউনে প্রধানমন্ত্রীর সম্মতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুন ২০২০, ২১:৪৫
prime minister, shekh hasina,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক বিশেষ নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠকে সারাদেশকে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করার বিষয়ে কোনও আলোচনা হয়েছে কি না সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনও এলাকায় যদি অধিক সংক্রমণ হয় সেই ক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি নিয়ন্ত্রণে নেয়া যায় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন গতকালই। প্রশাসনিকভাবেই সেটি করে ফেলা যাবে।

তিনি আরও জানান, আমাদের যে সংক্রামক ব্যাধি আইন আছে, এটা সেই আইনের মধ্যে দেয়া আছে। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর অনুমোদিত।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, লাল হলুদ ও সবুজ জোনে ভাগ করতে যেভাবে আইসিটি বিভাগ পদক্ষেপ নিয়েছে সেটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, এটা সারা পৃথিবীতে করা হচ্ছে। এটাতে সুবিধা আছে। রেড জোন ঘোষণা করা সবার জন্যই ভালো, কারণ সবাই তখন সতর্ক হতে পারবে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ২১৫
মন্ত্রিসভার বৈঠকে আন্দোলনে নিহতের নতুন সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
এক মাস পর মন্ত্রিসভার বৈঠক বসছে
১১০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য, তিন বিষয়ে গুরুত্ব