ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ভোট না দিলে সেলফি তুলে লাভ নাই : সাকিব

আরটিভি নিউজ

রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩ , ০১:৫৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, হাত বহু মেলানো যাবে, সেলফি তোলা যাবে। তোমাদের বাবা-মাকে বলো আমাকে ভোট দিতে। ভোট দিলে অনেকবার হাত মিলাতে পারবা। তবে ভোট না দিলে তো সেলফি তুলে লাভ নাই।

বিজ্ঞাপন

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের রামনগর বাজার এলাকায় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভায় সামনের দিকে থাকা কিশোর ও তরুণেরা সেলফি তুলতে আসলে তিনি এসব কথা বলেন।

সাকিব আল হাসান দলীয় নেতাকর্মীদের আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি বিজয়ী হলে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সবার সাথে দেখা করব। 

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের রামনগর বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |