• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

রাজধানীতে মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

আরটিভি নিউজ

  ২৫ মে ২০২২, ০৯:৩৫
রাজধানীতে মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে স্বপ্না আক্তার (১৫) নামে এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ মে) রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা আব্দুর রাজ্জাক জানান, আমার মেয়ে কুতুবখালী এলাকার একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ছে, কিন্তু সে নিয়মিত স্কুলে যায় না। ঘটনার দিন আমার স্ত্রী কর্মস্থল (গার্মেন্টস) থেকে বাসায় এসে দেখে স্বপ্না তার ছোট বোনের সঙ্গে মারামারি করছে। এতে তার মা রাগান্বিত হয়ে চড় দেয়। এরপর মায়ের ওপর অভিমান করে ঘরে থাকা তেলাপোকার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর ৬ স্থানে বসছে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা: আঁচল ফাউন্ডেশন
রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার, শিগগিরই কাটছে না সংকট
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩