ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ : ডিএমপি কমিশনার

আরটিভি নিউজ

সোমবার, ৩১ অক্টোবর ২০২২ , ০৩:১৪ পিএম


loading/img

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ কোনো বাধা দেবে না। তবে মিছিল-মিটিং সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে, তা কঠোর হস্তে দমন করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজনীতিতে নাক গলানো বা মাথা ঘামানো পুলিশের কাজ নয়। রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। আর রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল মিটিং সমাবেশ হবে। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। এগুলো ফৌজদারি অপরাধ। ধারা অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা থানাকে গণমুখী ও সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এগুলো ঠিকভাবে চলছে কি না বা সাধারণ মানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কি না, সে বিষয়টি আমরা মনিটরিং করছি। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে প্রতি শুক্রবার জুমার নামাজের আগে মানুষের অপরাধ করা থেকে বিরত থাকার বিষয়ে একটি বক্তব্য দেবেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, চাকরি জীবনের ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |