ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ , ০৮:০৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

 

বিজ্ঞাপন

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ওয়াসার অনুষ্ঠানে যোগ দিয়ে এ নির্দেশ দেন তিনি। 

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। আমি ওয়াসাকে বলব, তারা যাতে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করে।

তিনি বলেন, রাজধানীর অভিজাত এলাকার পানির মূল্য আর দরিদ্র জনবহুল এলাকার পানির মূল্য একই হওয়া বৈষম্যমূলক। আমি ওয়াসাকে বলেছি, জোন অনুযায়ী পানির দাম নির্ধারণ হবে।

তাজুল ইসলাম আরও বলেন, আমাদের এ শহরে কত মানুষ থাকবে, তা ডিজাইন করতে হবে। সেটি না করলে নাগরিক সুবিধার ওপর চাপ বাড়তেই থাকবে। মানুষ আগে ঢাকায় থাকত না, তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। উন্নত শহরের মতো ঢাকায়ও মানুষ কাজে আসবে, কাজ শেষে চলে যাবে। আমাদেরও সেই পরিকল্পনা চলছে। দেশের সব মানুষকে ঢাকায় রাখতে পারব না। বর্তমানে ২০ মিলিয়ন মানুষ ঢাকায় থাকে।

বিজ্ঞাপন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খাইরুল ইসলাম, ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম মোস্তফা কামাল মজুমদার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, দ্য সিটি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মাসরুর আরেফিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণের কথা দুই বছর ধরে ভাবছে ঢাকা ওয়াসা। যদিও তা এখনও বাস্তবায়ন হয়নি। সবশেষ ২০২২ সালের ১৭ জুলাই ঢাকা ওয়াসা ও ওয়াটার এইড বাংলাদেশ যৌথভাবে এলাকাভি‌ত্তিক পা‌নির দাম নির্ধারণবিষয়ক কারিগরি গবেষণার ফল প্রকাশ করেছিল। রাজধানীকে ১০টি জোনে ভাগ করে এলাকা ও গ্রাহকের সামর্থ্যের ভিত্তিতে পানির নতুন দাম নির্ধারণের প্রস্তাব করা হয়।

বর্তমানে ঢাকা ওয়াসার পানির গ্রাহক ‍দুই শ্রেণির- আবাসিক ও বাণিজ্যিক। আবাসিকে এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিকে ৪২ টাকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |