ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বিলের টাকা আত্মসাৎ, ওয়াসার ২ কর্মচারীকে পুলিশে হস্তান্তর

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ০৯:৪৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ওয়াসার আইসিটি বিভাগের দুজন কম্পিউটার অপারেটরকে গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। সোমবার বিকেলে নগরের চকবাজার থানা পুলিশের হাতে তাদের হস্তান্তর করা হয়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর।

আটক দুই কর্মচারী হলেন, আজমির হোসেন ও মিঠুন ঘোষ। 

বিজ্ঞাপন

চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূর জাহান শীলা বলেন, গ্রাহকের বিলের টাকা আত্মসাৎ করায় দুজন আইসিটি বিভাগের কম্পিউটার অপারেটরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। 

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ‘ওয়াসা কর্তৃপক্ষ তাদের দুই স্থায়ী স্টাফকে আমাদের থানায় এনে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে। কয়েকজন গ্রাহকের বিলের টাকা তারা আত্মসাৎ করেছেন বলে আমরা শুনেছি। তবে ওয়াসা কর্তৃপক্ষ এখনও লিখিত কোনো অভিযোগ দেয়নি। মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।’

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |