ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জাতীয় শোক দিবসে রেড ক্রিসেন্টের নানান কর্মসূচি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ , ০২:৪৬ পিএম


loading/img

বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে নানান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা, রেড ক্রিসেন্ট পতাকা ও কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনাসভা, ধানমন্ডি  ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল এবং রাজধানীর বিভিন্ন স্থানে ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্‌হাবের নেতৃত্বে জাতীয় পতাকা, রেড ক্রিসেন্ট পতাকা ও কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। পতাকা উত্তোলনের পর সদর দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এক মিনিট নীরবতা পালন করা হয় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সোসাইটির প্রশিক্ষণ কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্‌হাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য রাজিয়া সুলতানা লুনা ও মস্তাক আহমেদ পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, উপ-মহাসচিব সুলতান আহমেদ, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক, সব স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সোসাইটির যুব স্বেচ্ছাসেবকগণ।

বিজ্ঞাপন

সভায় বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করে এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, ছাত্রজীবন থেকেই এ দেশকে স্বাধীন করার সংকল্প ছিল বঙ্গবন্ধুর। তার সঠিক দিকনির্দেশনায় স্বাধীন সার্বোভৌম বাংলাদেশের জন্ম হয়। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শ, তার স্বপ্ন, তার সোনার বাংলা গড়ার বিশ্বাস আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেনি। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা করা রেড ক্রিসেন্টকে উন্নত থেকে উন্নতর করার প্রচেষ্টাই হোক আমাদের আজকের অঙ্গীকার।

বাদ যোহর সোসাইটির সদর দপ্তর মসজিদে কোরআন খতম ও ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অপরদিকে, দিবসটি পালনের অংশ হিসেবে রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় রাজধানীর বিভিন্ন স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়। পাশাপাশি দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটসমূহ পৃথক কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |