ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

রাজধানীর ফুটপাতে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৪৩ এএম


loading/img
পল্টন থানা

রাজধানীর শান্তিনগরে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৭৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পল্টন থানাধীন শান্তিনগরে একটি নির্মাণাধীন ভবনের সামনের ফুটপাত থেকে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |