ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

রাজধানীতে আবাসিক হোটেলের বাথরুম থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ , ১১:২০ এএম


loading/img
সালিমার রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেল

রাজধানীর মতিঝিল থানা এলাকার সালিমার রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় আরাফাত হাওলাদার (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১১ অক্টোবর) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।

নিহত আরাফাতের চাচা ইয়াসিন বলেন, গত সাত-আট দিন আগে সালিমার আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চাকরির সুবাদে ঢাকায় আসে আরাফাত। বুধবার রাতে খবর পাই সে বাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা জানতে পেরেছি গতকাল এক বাবুর্চির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়েছিল। তবে এই কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সে বিষয়টি বলতে পারছি না। আমাদের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুর খানি থানার প্রত্যাশী গ্রামে। তার বাবার নাম মো. আল আমিন হাওলাদার।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বুধবার রাতে খবর পেয়ে মতিঝিলের ওই আবাসিক হোটেলে যাই। সেখানে বাথরুমে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত আরাফাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে নাকি নিজেই গলায় ফাঁস দিয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |