রাজধানীর আদাবর এলাকায় গত মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। সাবেক এক যুবলীগ নেতা ইন্টারনেট ব্যবসা নিজের দখলে নিতে ইন্টারনেটের তার কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আদাবরে ব্রডব্যান্ড ইন্টারনেট পুনঃসংযোগ বন্ধ রেখেছে।
মঙ্গলবার আইএসপিএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যাবল টিভি ব্যবসায়ী আরিফুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদাবরের বাইতুল আমান হাউজিং, মনসুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং এলাকার সব ধরনের ইন্টারনেট সংযোগ এককভাবে দখলের জন্য গত ৩১ জুলাই এবং গতকাল ১০ অক্টোবর সব আইএসপি প্রতিষ্ঠানের ইন্টারনেট ক্যাবল কেটে দেয়। আইএসপি প্রতিষ্ঠানগুলো ওই এলাকায় ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করতে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে বিতাড়িত করা হয়।
এই সমস্যা সমাধানের জন্য আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে এলাকার সব ব্যবসায়ীকে নিয়ে একটি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, আদাবর এলাকার বাইতুল আমান হাউজিং, মনসুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং এলাকায় আরিফুর রহমানের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের ইন্টারনেট পুনঃসংযোগ বন্ধ থাকবে।
অভিযোগের বিষয়ে আরিফুর রহমান বলেন, তিনি কোনোকিছু করেননি। তিনি ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত নন। তার ক্যাবল টিভির ব্যবসা রয়েছে। সেই তারও কাটা পড়েছে।
সিটি করপোরেশন ও বিদ্যুৎ বিভাগের কাজের সময়ে এসব ক্যাবল কাটা পড়েছে বলে দাবি করেছেন তিনি। রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে জানান, তিনি আদাবর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক বলেন, ক্যাবল কেটে দেওয়ায় আদাবর এলাকার প্রায় ১৫ হাজার গ্রাহক ইন্টারনেট সেবা পাচ্ছে না। সেখানে ৪০ থেকে ৫০ জন আইএসপি ব্যবসায়ী আছেন। তারা উদ্ভূত সমস্যা নিয়ে স্থানীয় কাউন্সিলর আবুল কাসেমের কাছে গেছেন। তারা বিষয়টির স্থায়ী সুরাহা চান।
ঢাকা উত্তর সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।