মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডাকা হরতালের সমর্থনে সোমবার রাতে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি জুরাইন রেলগেইট থেকে শুরু হয়ে ধোলাইপাড় মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আ ন ম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে মশাল মিছিলে শ্যামপুর থানার ৫১ নং ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য শামীমসহ স্থানীয় নেতাকর্মীরা।