ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বীণা রানী চক্রবর্তী (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। এর আগে, সোমবার রাতে বীণার মা উমা রানী চক্রবর্তী (৬৫) মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীণা। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বিস্ফোরণের ওই ঘটনায় আরও দুই জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন দেবা চক্রবর্তীর শরীরের ১৪ শতাংশ এবং পিনাক চক্রবর্তীর ২৪ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, গত সোমবার (১৮ ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল ঋষিপাড়া এলাকায় একটি চার তলা ভবনের নিচতলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধ হন। এ ছাড়া বিস্ফোরণে ভবন ধসে আরও ছয়জন আহত হন।