ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

এত কোটিপতি প্রার্থী দেশে আসে কোথা থেকে, প্রশ্ন নজরুলের

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ , ০২:৩০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

বাংলাদেশে এত কোটিপতি প্রার্থী আসে কোত্থেকে, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসম্বের) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় টিআইবির তথ্য উল্লেখ করে এ প্রশ্ন রাখেন তিনি।

কোটিপতি প্রার্থীদের নিয়ে প্রশ্ন রেখে নজরুল ইসলাম খান বলেন, পত্রিকায় খবর বেরিয়েছে, তারা (আওয়ামী লীগ) এখন নির্বাচন করছে, তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ প্রার্থী কোটিপতি। তিনি প্রশ্ন করেন, এত কোটিপতি কোত্থেকে আসে বাংলাদেশে?

বিজ্ঞাপন

বিএনপির নেতা নজরুল ইসলাম বলেন, আমরা ২২ পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম…আর আজ ২২ শ পরিবার তৈরি হয়ে গেল।...হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে গেছে। কারা এই টাকা লুট করেছে? সরকার কি জানে না, সরকার কি তাদের ধরতে পারে না? কিন্তু ধরে না। এর ফলে কী হচ্ছে? এর ফলে দেশ আরও দরিদ্র হয়ে যাচ্ছে। জিডিপিতে যা দেখানো হয়, সেখানে একটা বড় হিসাব। 

তিনি বলেন, দেশটাকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই।

জনগণকে সরকারের পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন প্রতিহত করুন, বর্জন করুন। আপনি যদি ডাকাতি ঠেকাতে না পারেন, অন্তত ডাকাতের সঙ্গে যুক্ত হবেন না, ডাকাতিতে সহযোগিতা করবেন না। এই হলো আপনাদের কাছে আমাদের অনুরোধ।

বিজ্ঞাপন

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ‘ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের সমর্থনে’ এই মানববন্ধন হয়। পরে চিকিৎসকদের নিয়ে নজরুল ইসলাম খান পথচারীদের মধ্যে ভোট বর্জনের প্রচারপত্র বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা রফিকুল কবির, ওবায়দুল কবির খান, শহিদ হাসান, জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |