ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ট্রেনে আগুনে নিহতদের মধ্যে দুই জন শিশু

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ , ১১:৫৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জনই শিশু। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।

বিজ্ঞাপন

ট্রেন থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 
তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |