ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক দম্পতির বাসায় দিনদুপুরে চুরি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ , ০৫:০৫ পিএম


loading/img

রাজধানীর ভাটারা থানার সোলমাইদ এলাকায় সাংবাদিক দম্পতির বাসায় প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্বর্ণালংকার, ল্যাপটপ ও নগদ অর্থসহ প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকার মালামাল খোয়া গেছে।

ভুক্তভোগী ওই দুই সাংবাদিক নিউজ টোয়েন্টিফোরের সাব-এডিটর মরিয়ম রিমু এবং একটি জাতীয় দৈনিকের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ডিজিটাল মিডিয়া) টিপু সুলতান।

বিজ্ঞাপন

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক টিপু সুলতান বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।  

মামলার এজাহারে বলা হয়, ভাটারা থানার সোলমাইদ এলাকার সিদ্দিকের বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাটে দুই বছর ধরে ভাড়া থাকেন বাদী। গত ১১ জানুয়ারি তিনি ও তার স্ত্রী দুপুর ১২টার দিকে বাসা তালাবদ্ধ করে বাইরে বের হন। সন্ধ্যায় বাসায় ফিরে দেখতে পান মেইন দরজার তালা নেই এবং দরজা খোলা। স্ত্রীসহ বাসার ভেতরে প্রবেশ করে বাসার রুমের তালাভাঙা এবং সবকিছু ছড়ানো ছিটানো দেখতে পান তিনি। এ সময় তার স্ত্রীর এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, নাকফুল, স্বর্ণের আংটি খোয়া যায়; যার মূল্য এক লাখ টাকার বেশি।  

এজাহারে বাদি বলেন, এ ছাড়া ডেল ব্র্যান্ডের ল্যাপটপ, স্যামসাং নোটবুক, নগদ টাকা সেভেন জেনারেশনের কোরাই-৫ সিপিইউ খোয়া যায়।  সব মিলিয়ে আমার তিন লাখ ২৫ হাজার টাকার মালামাল খোয় যায়। তিনি ধারণা করেন, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ভুক্তভোগী আরও জানান, যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ঘটনার ৩ দিনেও চুরির মালামাল উদ্ধার কিংবা জড়িতরা কেউ ধরা পড়েনি।  

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই পুলক কুমার দাস মজুমদার বলেন, তদন্ত চলছে। দ্রুতই আমরা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |