ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

দেশের প্রথম স্মার্ট পার্কের উদ্বোধন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ , ০৭:২১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে ‘শহীদ ডা. ফজলে রাব্বি পার্ক’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান-১-এর পুলিশ প্লাজা সংলগ্ন পার্কটি উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

মেয়র আতিকুল ইসলাম জানান, পার্কটিতে ধুলাবালি ও শব্দ রোধে কাজ করা হয়েছে। বাচ্চাদের জন্য অন্যতম আনন্দের জায়গা হবে পার্কটি। 

বিজ্ঞাপন

তিনি বলেন,  পার্কটি নির্মাণে মানুষ, পশুপাখি ও অন্যান্য বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাছ পড়ে যেন মানুষ মারা না যায়, সেদিকেও লক্ষ রাখা হয়েছে।

জানা গেছে, ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ ডা. ফজলে রাব্বি পার্কটিকে স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পার্ক’ বলা হচ্ছে।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |