• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দেশের প্রথম স্মার্ট পার্কের উদ্বোধন

আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২১
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে ‘শহীদ ডা. ফজলে রাব্বি পার্ক’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান-১-এর পুলিশ প্লাজা সংলগ্ন পার্কটি উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

মেয়র আতিকুল ইসলাম জানান, পার্কটিতে ধুলাবালি ও শব্দ রোধে কাজ করা হয়েছে। বাচ্চাদের জন্য অন্যতম আনন্দের জায়গা হবে পার্কটি।

তিনি বলেন, পার্কটি নির্মাণে মানুষ, পশুপাখি ও অন্যান্য বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাছ পড়ে যেন মানুষ মারা না যায়, সেদিকেও লক্ষ রাখা হয়েছে।

জানা গেছে, ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ ডা. ফজলে রাব্বি পার্কটিকে স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পার্ক’ বলা হচ্ছে।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিক
মাসে দুই দিন নির্দিষ্ট রাস্তায় চলবে সাইকেল: মেয়র আতিক