রমজান উপলক্ষে বুধবার (২৭ মার্চ) থেকে এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল। তবে, রাত ৯টার পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধুমাত্র এমআরটি অথবা র্যাপিড পাস ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ট্রেন ছাড়বে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।
এ ছাড়া উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এতদিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছেড়ে যাবে বলে জানান এমএএন ছিদ্দিক।
তিনি আরও বলেন, সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন দুটিতে এবং রাত ৯টার পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধুমাত্র এমআরটি অথভা র্যাপিড পাস ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন।