ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১০:০৫ পিএম


loading/img

জনগণের কল্যাণে সব ক্ষেত্রেই পুলিশের সতর্ক অবস্থান থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।  তিনি বলেন, শুধু এই গরমেই নয়, যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে পুলিশ জনগণের পাশে রয়েছে। পুলিশ মানুষের জীবন বাঁচাতে এবং সাজাতে সব ক্ষেত্রেই পাশে থেকে কাজ করছে। সেই প্রতিজ্ঞা নিয়েই দেশব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শাহীন সামাদ,  সুজিত মোস্তফা ও চন্দনা মজুমদার।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল আরটিভি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |