ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

টরেন্টোগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফের ঢাকায় জরুরি অবতরণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৭:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টোগামী একটি উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ক্রুটির কারণে আবারও নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) ভোর ৬টা ৪০ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

এ ঘটনায় উড়োজাহাজে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে পেলেও বিমানবন্দরে অন্তত পাঁচ ঘণ্টাব্যাপী ভোগান্তির শিকার হন। 

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরেন্টোর উদ্দেশ্যে একটি উড়োজাহাজ ২৮৪ যাত্রী নিয়ে উড়াল দেয়। পরে দিল্লির আকাশ সীমায় পৌঁছালে উড়োজাহাজটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। এরপর কোনো প্রকার ঝুঁকি না নিয়ে ফ্লাইটটি সকাল ৬টা ৪০মিনিটে ফের ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে। 

বিমান কর্মকর্তারা জানান, যান্ত্রিক ক্রুটি মেরামত শেষে সকাল ১০টা ৪৬ মিনিটে বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে উড়োজাহাজটি আবার টরেন্টোর উদ্দেশে ছেড়ে গেছে। উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে হোটেলে না নিয়ে বিমানবন্দরে রাখা হয়। 

যাত্রীরা জানান, উড়োজাহাজ থেকে নামার পর টানা পাঁচ ঘণ্টা বিমানবন্দরে নানা ভোগান্তির শিকার হন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করে বিমান কর্মকর্তারা বলেন, যাত্রীদের জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |