ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

শনিবার, ২৫ মে ২০২৪ , ০৫:১৬ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর শাহীনবাগে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. রনি (২৮) নামে একযুবক প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় নিহত রনির বড় ভাই রফিক (৩২) আহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে তাস খেলার সময় কথা-কাটাকাটির জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ঘটনার পর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে মো. রনি (২৮) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রনির ভাই রফিককে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রনি ভাড়ায় বাইক চালাতেন। তার ভাইয়ের চায়ের দোকান রয়েছে।

রনির ভাগ্নে জুয়েল বলেন, পূর্বশত্রুতার জের ধরে রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রতিবেশী মোরশেদ। এ সময় রনির ভাই এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।

বিজ্ঞাপন

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শাহীনবাগে ৬ নম্বর গলির বাসার কাছে তাস খেলার সময় রনি ও রফিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এই ঘটনায় চারজনকে থানায় এনে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। মূল যে আসামি, তাকে গ্রেপ্তারে ঢাকার বাইরে একটি টিম কাজ করছে। কী কারণে ছুরিকাঘাতের ঘটনা ঘটে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |