• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভিড়, বাড়তি ভাড়ার অভিযোগ

আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ২৩:১১
ছবি: সংগৃহীত

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে রাজধানীর অন্যতম ব্যস্ত বাস টার্মিনাল সায়েদাবাদে ভিড় করছেন ঘরমুখো মানুষ। তবে নির্ধারিত সময়ে বাস না ছাড়া, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সায়েদাবাদে বেশির ভাগ বাসের কাউন্টারের সামনেই যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে প্রায় সব রুটেই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রাজধানীর অন্যতম এ টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের এ কাউন্টারে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তবে বৃষ্টির কারণে বাসে উঠতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সায়েদাবাদের অনেক জায়গায় বৃষ্টির পানি জমে আছে।

সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীরা অপেক্ষা করছেন। তারা অভিযোগ করছেন নির্ধারিত সময়ে বাসই ছাড়ছে না। এ ছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। সঙ্গে রয়েছে গরমের ভোগান্তি।

জনপদ মোড়ে হানিফ কাউন্টার, একুশে এক্সপ্রেস, মামুন এন্টারপ্রাইজ, ইকোনো, গোল্ডেন লাইনসহ বিভিন্ন কাউন্টার যাত্রীদের আনাগোনায় মুখর। কাউন্টারগুলোতে দায়িত্ব পালনকারী কর্মীরা জানিয়েছেন, প্রচুর যাত্রী আজ। বৃষ্টি না হলে আরও যাত্রী হতো।

যাত্রীরা জানিয়েছেন, বরিশাল-পটুয়াখালী-দশমিনা রুটে চলাচলকারী বাস ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে। পটুয়াখালীর ভাড়া ৬০০ টাকা হলেও এখন এক হাজার ১০০ টাকা নেওয়া হচ্ছে।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, দিনে যাত্রী তেমন ছিল না। পরে বেড়েছে। আশা করছি আগামী দুদিন যাত্রী আরও বাড়বে। যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝুঁকি নিয়ে গরুর ট্রাকে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ
সিরাজগঞ্জে মহাসড়কে নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ 
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে
আজ থেকে ট্রেনে গুনতে হবে বাড়তি ভাড়া