ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজধানীতে সীসা গলানোর চুলার ওপর সিলিং ফ্যান পড়ে দগ্ধ ৩

আরটিভি নিউজ

সোমবার, ২৪ জুন ২০২৪ , ০৯:৪০ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে একটি ব্যাটারি কারখানায় সীসা গলানোর সময় চুলার ওপরে সিলিং ফ্যান পড়ে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। দগ্ধদের নাম আবুল হোসেন (৫০), সাইফুল ইসলাম (৩৩) ও তোফাজ্জল হোসেন (২৮) বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। 

তিনি বলেন, কামরাঙ্গীরচর থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের জরুরি বিভাগে এসেছিল। শরীরে গলিত সীসা পড়ে দগ্ধ হয় তারা। কিন্তু দগ্ধের পরিমাণ বেশি না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

ওই তিনজনকে হাসপাতালে নিয়ে আসা মাজহারুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, একটি ব্যাটারির কারখানায় সীসা গালানোর সময় ওপর থেকে চলন্ত অবস্থায় ফ্যান চুলার উপর পড়ে। তাতে তিন কর্মচারী দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |