কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।
বিজ্ঞাপন
সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় শাহবাগ থেকে শুরু হয়ে মধুর ক্যান্টিন, গ্রন্থাগার ঘুরে চারুকলার সামনে এসে শেষ হয় এ মশাল মিছিল।
মিছিল শেষে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
বিজ্ঞাপন
এসময় ছাত্র ইউনিয়ন নেতারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।