ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বসুন্ধরা থেকে শিবিরের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার 

আরটিভি নিউজ

শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২:৩০ পিএম


loading/img

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতা ও তাণ্ডবে সম্পৃক্ত থাকার অভিযোগে ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বসুন্ধরা রিভারভিউ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মামুন অর রশিদ।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বইপুস্তক ও শিবিরের প্রতিদিনের কাজের পরিকল্পনার বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ছাত্রদের আন্দোলনে ঢুকে কখন, কীভাবে হামলা করতে হবে- শিবির নেতাকর্মীদের মোবাইল ফোনে থাকা এমন ভয়েস ক্লিপ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ওসি মামুন।

তিনি বলেন, কেরানীগঞ্জ থেকে পদ্মা সেতু পর্যন্ত কোন স্থাপনায় কীভাবে হামলা করতে হবে সেই প্রস্তুতিও নিয়েছিল তারা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |