• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে পানিতে ডুবে অজ্ঞাত কিশোরের মৃত্যু

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ১৮:১৫
ঢামেক
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানা ঝালচর গুদারাঘাটে পানিতে ডুবে অজ্ঞাত এক কিশোরের (১২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সুমি আক্তার জানান, দুপুর আড়াইটার দিকে দেখতে পান অচেতন অবস্থায় একটি ছেলে ঘাটে ভেসে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

ওই কিশোরের নামপরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাজারীবাগ থানাকে জানিয়েছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ভারতীয় খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
আসামিদের অব্যাহতি দেওয়ার চেষ্টাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীতে সরকারবিরোধী মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
সীমান্ত থেকে ভারতীয় কিশোর আটক