• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা

আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৬
ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা
ছবি: সংগৃহীত

সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা করে নামফলক স্থাপন করেছে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক) নামের একটি সংগঠন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নামফলকটি স্থাপন করা হয়।

এর আগে, বেশ কয়েকবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন সংগঠন সীমান্ত হত্যা বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছিলেন। সেখানে এই সড়কের নাম ফেলানী রাখার দাবি উঠেছিল। সেই দাবির প্রেক্ষিতেই আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় দূতাবাসের পাশের সড়কের নাম ফেলানী খাতুনের নামে ‘শহীদ ফেলানি সড়ক’ নামকরণ করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ফেলানী খাতুন নামে ১১ বছর বয়সী এক কিশোরীকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। ফেলানীর মরদেহ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল। বাবার সঙ্গে নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত ফেলানী। বিয়ের উদ্দেশ্যে ওইদিন সীমান্ত পেরিয়ে দেশে ফিরছিল সে।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির
জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার