জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে আহত ২
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওমর ফারুক (২৩) ও মো. লিটন (৩০)। এদের মধ্যে ফারুক মোটর মেকানিক ও লিটন পেশায় একজন কসাই।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ক্যাম্পটিতে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছিল। সবশেষ বুধবার রাতেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আজ সকালে ক্যাম্পের ভেতর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ওমর ফারুক ও লিটন আহত হন। এ সময় আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে দুপুর ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত লিটনের মামা মো. সনো বলেন, লিটন পেশায় কসাই। দোকান থেকে বাসায় ফিরছিল। ওই সময়ে জেনেভা ক্যাম্পের ভেতরে মাদক নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি, গোলাগুলি হয়। সেখানে ককটেল বিস্ফোরণে লিটনসহ আরও একজন আহত হন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত দুই যুবককে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরটিভি/আইএম
মন্তব্য করুন