• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

গ্যাস বিস্ফোরণ: ৩ সন্তানের পর চলে গেলেন বাবাও

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১২:৫৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ছয়জন দগ্ধের মধ্যে তিন সন্তানের পর বাবা মো. বাবুল মিয়ারও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চিকিৎসাধীন বাবুলের মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রূপগঞ্জ থেকে আসা একই পরিবারের ছয়জনের মধ্যে বাবুল মিয়া নামে আরও একজন মারা গেছেন। তার শরীরের ৬৬ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে সেলি বেগম ৩০ শতাংশ ও সোহেলের স্ত্রী মুন্নি ২০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তবে তাদের দুজনের অবস্থাও আশংকাজনক।

এ ছাড়া ২৯ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে বাবুল মিয়ার মেয়ে তাসলিমা আক্তার (৯) মারা গেছে। এর আগে, তাসলিমার বড় ভাই সোহেল ও ইসমাইলের মৃত্যু হয়।

প্রসঙ্গত, শুক্রবার ২৫ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে রূপগঞ্জ ডহরগাঁও গ্রামে বিস্ফোরণে ঘটনাটি ঘটে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরুরি প্রয়োজন শুনে হাসপাতালে ছুটে গিয়ে রক্ত দিলেন ইউএনও
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের 
অনাগত সন্তানকে দেখার আগেই অগ্নিদগ্ধ হয়ে মিশর প্রবাসীর মৃত্যু
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১