• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যদের সাক্ষাৎ

আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ২৩:১৯
রেড ক্রিসেন্ট
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ সদস্যরা।

সোমবার (১১ নভেম্বর) সকালে এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলামসহ সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নবনিযুক্ত ১০ সদস্য।

এসময় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মানবতার কল্যাণে নবগঠিত বোর্ডকে আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা নূরজাহান বেগম।

সাক্ষাৎকালে চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান অবস্থা ও উন্নয়নে করণীয় বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন উপদেষ্টাকে। সোসাইটির চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন বৈঠকে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ আবু জাফর, অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ, ড. মো. আমিনুল ইসলাম, ডা. মো. আবিদুল হক, ডা. সাইফুল আলম, মুহাম্মদ তুহিন ফারাবী, এয়ার কমোডর (অব.) শাহে আলম, ড. আহমেদ জামিল ইব্রাহিম, নূরুল ইসলাম (সাজু) ও মুহাম্মদ আমিনুল ইসলাম।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ণাঢ্য আয়োজনে রেড ক্রিসেন্টের বিজয় দিবস উদযাপন
ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে রেড ক্রিসেন্টের ২ মাসের কর্মসূচি
জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্টের অংশগ্রহণ
বাংলাদেশ রেড ক্রিসেন্টকে প্রশিক্ষণ ও সরঞ্জামাদি দিল চায়না রেড ক্রস