ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকার মানসিক প্রতিবন্ধী মো. নজরুল ইসলাম হারিয়ে গেছেন। তিন দিন ধরে তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছে না তার পরিবার।
বিজ্ঞাপন
নজরুলের বোন কহিনুর জানিয়েছেন, গত শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে তার বাসা উপজেলার কাঠালীঘাটা এলাকা থেকে কাউকে না বলে সে বেরিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় রোববার (২৪ নভেম্বর) থানায় জিডি করেছেন তিনি।
নজরুলের বাবার নাম আয়নাল দেওয়ান। মায়ের নাম নবীজা বেগম।
বিজ্ঞাপন
নজরুলের সন্ধান পেলে ০১৮৮১৩০১১২১ এ নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এআর