ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর

আরটিভি নিউজ

রোববার, ০১ ডিসেম্বর ২০২৪ , ০৪:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর বাড্ডায় স্ত্রীর পরকীয়া প্রেম নিয়ে ঝগড়ার পর আল আমিন (২৭) নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের আত্মীয়রা জানান, অটোরিকশা চালক আল আমিন গাজীপুরের শ্রীপুর থানার জাজিরা গ্রামের জহির উদ্দীনের ছেলে। বর্তমানে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড্ডা থানা দক্ষিণ আনন্দনগর এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী মোবাইলে অন্য ছেলের সঙ্গে কথা বলতেন। কয়েকবার আলামিন এটা ধরে ফেলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। রোববার সকালেও একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এরপর আলামিন নিজের রুমে গিয়ে গলায় ফাঁস দেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।    

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আলামিন নামের ওই যুবক স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।

আরটিভি/এসএপি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |