• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮
ফাইল ছবি

রাজধানীর বাড্ডায় স্ত্রীর পরকীয়া প্রেম নিয়ে ঝগড়ার পর আল আমিন (২৭) নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।

রোববার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের আত্মীয়রা জানান, অটোরিকশা চালক আল আমিন গাজীপুরের শ্রীপুর থানার জাজিরা গ্রামের জহির উদ্দীনের ছেলে। বর্তমানে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড্ডা থানা দক্ষিণ আনন্দনগর এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী মোবাইলে অন্য ছেলের সঙ্গে কথা বলতেন। কয়েকবার আলামিন এটা ধরে ফেলেন।

বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। রোববার সকালেও একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এরপর আলামিন নিজের রুমে গিয়ে গলায় ফাঁস দেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আলামিন নামের ওই যুবক স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
পাথরঘাটায় স্কুলছাত্রীর আত্মহত্যা 
রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
জানালার গ্রিলের সঙ্গে ঝুলছিল ইডেন কলেজ শিক্ষার্থীর মরদেহ