বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির নতুন কমিটি
ঢাকার বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কের হোসেনকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর এস এম সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কমিটি করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সভায় সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল হোসাইন কমিটি ঘোষণা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, সমিতির পৃষ্ঠপোষক ও সাবেক সভাপতি এম এ খালেক, বিশেষ অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ শাহাব উদ্দিন সিকদার, মেজর জেনারেল ডা. এম এ বাক্কি, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত কর্নেল মর্তুজা, অবসরপ্রাপ্ত কর্নেল মো. মনিরুল ইসলাম, অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ও সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় সাধারণ সদস্যদের মধ্যে মো. সিরাজুল ইসলাম, আসমাউল হুসনা লিজা, আবু মুছা ভূঁঞা, এনামুল হক বাবলু, মো. কামরুজ্জামান, আজিজুল হক খোকা, ইকবাল মাহমুদ সুজন, অ্যাডভোকেট মীর হালিম বক্তব্য রাখেন।
এ সময় নবনির্বাচিত সভাপতি মোফাক্কের হোসেন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাঞ্ছারামপুরবাসীর প্রকৃত কল্যাণ নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ অন্যান্য বিষয়ে আমরা যত্নশীল ভূমিকা পালন করব।
সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, আগামী কমিটি সকল সদস্যদের পক্ষে সমিতির উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন।
আরটিভি/আরএ-টি
মন্তব্য করুন