• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের বিজয় দিবস উদযাপন 

আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের রপায়ণ ট্রেড সেন্টারের ক্লাবটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান, সিমান্ত ব্যাংক লিমিটেড এবং এনআরবি ব্যাংকের প্রাক্তন সিইও ও এমডি মুকলেসুর রহমান। এ সময় ক্লাবের কার্যকরী কমিটি সদস্যবৃন্দ এবং সম্মানিত সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় দেশাত্মবোধক গান পরিবেশন করেন ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং ক্লাবের সদস্য মেহেদী হাসান। পাশাপাশি ম্যানেজমেন্ট বিভাগের বর্তমান শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনের লক্ষ্যে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব বিভিন্ন সমাজসেবামূলক কাজ হাতে নিয়েছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং সাহায্যের উদ্যোগ গ্রহণ করেছে ক্লাবটি।

ক্লাবের পরিচালনা পরিষদ ঘোষণা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব সদস্যদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সমাজ ও জাতির কল্যাণে দায়িত্ব পালন করে এটি দেশের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

সাংস্কৃতিক সম্পাদক মো. তেহসিন উল ফরহানের পরিকল্পনায় এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক ড. খাদিজা রহমান তানচির পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে জাতীয় নাগরিক কমিটির সভায় বিএনপির হামলা
বিজয় দিবসে ঐক্য ও সংস্কারের আহ্বান তারেক রহমানের
বিজয় দিবসে কারাবন্দিরা পাবেন বিশেষ খাবার
বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে সতর্ক র‍্যাব