উত্তরায় রেস্টুরেন্টে আগুন, মালিকসহ গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ০৭:১৫ পিএম


উত্তরায় রেস্টুরেন্টে আগুন, মালিকসহ গ্রেপ্তার ২
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত রেস্টুরেন্টের মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এ ঘটনায় এরইমধ্যে একটি মামলা হয়েছে। মামলায় লাভলীন রেস্টুরেন্টের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপরজন আলামত নষ্ট করতে চেয়েছিলেন। তাদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

এদিকে, রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের ১২টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ২মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরটিভি/আইএম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission