• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

সারজিসের আশ্বাসে গণ-অভ্যুত্থানে আহতদের অবরোধ প্রত্যাহার

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ২২:৫৫
গণ-অভ্যুত্থানে আহত
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি থাকা গণ-অভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ সড়ক অবরোধ করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের আশ্বাসে তারা তা প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শাহবাগ মেট্রো স্টেশনের নিচের সড়ক অবরোধ করেন তারা। পরে সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা হাসপাতালে ফিরে যান।

গণ-অভ্যুত্থানে আহতদের দাবি, তারা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না। প্রতিদিন তাদের একই ধরনের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। ফলে চিকিৎসা নিতে এসে কষ্টে থাকতে হচ্ছে তাদের। এসব বিষয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ফলে তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছেন।

গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল গণমাধ্যমকে বলেন, আমি চট্টগ্রামে আন্দোলনের সময় আহত হয়েছি। আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা হাসপাতাল পরিচালকের পদত্যাগ চাই।

বাবু নামের একজন বলেন, আমরা চুরি করতে গিয়ে গুলি খাইনি। জীবন হাতে নিয়ে রাস্তায় নেমেছিলাম দেশকে বাঁচাতে। এখন সরকার আমাদের উন্নত চিকিৎসা দিতে পারছে না। আন্দোলন করেছি কি এ জন্য? আমরা এখন পরিবারের বোঝা হয়ে আছি। নিজের টাকা দিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমরা চাই অন্তত উন্নত চিকিৎসা সেবা আমাদের দেওয়া হোক।

এর আগে, সন্ধ্যায় আহতরা হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটগামী সড়ক অবরোধ করেন। এতে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ
বিএসএমএমইউর নতুন ভিসি ডা. শাহিনুল আলম
বিএসএমএমইউ-তে নতুন প্রক্টর নিয়োগ
‘কোর্স আউট’ প্রথা বাতিল করল বিএসএমএমইউ