ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ১১:২৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

ডিএমপির বাড্ডা থানা পুলিশ একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো- মো. জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল (৩২)।

বুধবার (২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

এতে বলা হয়, রাত সোয়া ১০টায় উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। থানার একটি টহল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে দুইজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় টহল টিম সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নাইন এম এম একটি বিদেশি পিস্তল ও .২২ বোরের ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে বাড্ডাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |