• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

সচিবালয়ের দুই দিকের আগুন নিয়ে যা জানালেন বুয়েটের অধ্যাপক

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯
সচিবালয়
ছবি: সংগৃহীত

ড. মো. ইয়াছির আরাফাত খান বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং তদন্ত কমিটির অন্যতম সদস্য।

তিনি বলেছেন, সচিবালয়ের আগুন নিয়ে যে প্রশ্ন সবাই তুলেছেন সেটি হলো ভবনের দুই দিকে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন কেন। আগুন লাগার পর যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে সচিবালয়ের সামনে থেকে সাত নম্বর ভবনটির দক্ষিণ দিক দেখা যায়। সেখান থেকে ভবনের পূর্ব ও পশ্চিমপাশে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের এই ছবি অনেক পরের দিকে রেকর্ড করা।

তিনি বলেন, স্যাবোটাজকে সামনে রেখে এটা বলা হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে তো একসঙ্গে ফায়ার হতে পারে না। শুরু থেকেই আমরা এইটা নিয়ে কাজ করছিলাম। আমরা যখন আগুনের সূত্রপাত থেকে কীভাবে ছড়িয়ে পড়েছে এটা অনুসন্ধান করছিলাম। শুরুতে কিন্তু এসব জায়গায় আগুন ছিল না। এইটা আসলে আপনার আরো আধাঘণ্টা পরের সিনারিও। তখন পুরো কোরিডর পুড়তেছে, কিছু কিছু রুমে আগুন ঢুকে পড়ছে। যে রুমে আগুন ঢুকছে সে রুমের জানালা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন।

শুধু ওই ছবিটা দেখলে যে কারো মনে হবে এটা নাশকতা, উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দুই জায়গায় আমরা দেখতেছি এটা তো প্রপাগেট করার পরে। এখন ধরেন আমরা এই ইনভেস্টিগেশনটা না করে ওই ছবিটা যাকেই দেখাক সে তো বলবে, হ্যাঁ তাই তো দুই জায়গায় কেন? ওটা অ্যাডভান্স লেভেলের শুধু না, কিছুক্ষণ আগুন কন্টিনিউ করার পরের ছবি ওটা।

ড. মো. ইয়াছির আরাফাত খান আরও বলেন, এখানে প্রশ্ন ওঠে আগুনের উৎস থেকে বিভিন্ন দূরত্বের রুম বেশি ক্ষতিগ্রস্ত কেন হয়েছে। যেগুলোর মধ্যে একজন উপদেষ্টার অফিস কক্ষ রয়েছে। তদন্ত দলের সদস্যরা বলছেন, এটি দুটি কারণে মূলত হয়েছে। প্রথমত, দুই দিকে বদ্ধ রুম থাকায় করিডোরে আগুন পূর্ব-পশ্চিমে ছুটেছে। পথে যে রুমে সহজে প্রবেশ করতে পারে এবং অতি দাহ্য বস্তু পেয়েছে সেই রুমে ঢুকেছে এবং ওই রুমের এসি বিস্ফোরণ ঘটেছে। দ্বিতীয়ত, সচিবালয়ের রুমগুলোর দরজা এবং ইন্টেরিয়র ভিন্ন ভিন্ন থাকায় যেটি সহজে দাহ্য সেগুলো আগে পুড়েছে।

যে রুমগুলো বেশি ডেকোরেটেড সেই রুমগুলো বেশি পুড়েছে বলে দাবি করেন কেমিকৌশল বিভাগের ড. ইয়াছির আরাফাত। -বিবিসি

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুনে পুড়ে যাওয়া ৭ নম্বর ভবন
সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জন
সচিবালয়ে যেভাবে জ্বলে ওঠে আগুন  
‘লুজ কানেকশনের’ কারণে সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি