রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২২০৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির আটটি ট্রাফিক বিভাগে এসব মামলা করা হয়। এছাড়াও ৭৪টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএমপির এ কর্মকর্তা।
আরটিভি/এসএইচএম-টি