ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ০৬:৪৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় সিয়াম (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টার দিকে কালশী ফ্লাইওভারের নিচে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সিয়াম বলেন, আজ (বৃহস্পতিবার) রাতে কালশী ফ্লাইওভারের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে আইল্যান্ডের ওপরে সিটকে পরে সিয়াম গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সিয়াম আর বেঁচে নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সিয়ামের বাসা মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে। তার বাবার নাম আবু বক্কর।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মধ্যরাতে মিরপুর থেকে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় আহত অবস্থায় কিশোরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি বলেও মন্তব্য করেন তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |