ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আরটিভি নিউজ

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ০৫:০৮ পিএম


loading/img
সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

কোন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, তা জানা যায়নি। আহতদের মধ্যে একজন ননী কুমার সাহা ঢাকা কলেজের এক শিক্ষার্থী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি চারজন আহতের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঢাকা কলেজের শিক্ষার্থী ননী কুমার সাহা সাংবাদিকেদের বলেন, ‘আমরা সায়েন্স ল্যাবে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজনের ওপরে অতর্কিতে হামলা চালায়। আমি মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আরও কয়েকজন আহত হয়েছে শুনেছি। তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সায়েন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘কোন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে সেটা বলতে পারছি না। তবে আমরা আমাদের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভিতরে নিয়ে এসেছি।’

বিজ্ঞাপন

আরটিভি/এসএপি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |