ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মিরপুরে বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে

আরটিভি নিউজ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ০৩:৫২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর রাজধানীর মিরপুর-৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৩টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।

এর আগে, ফায়ার সার্ভিস জানায়, ধীরে ধীরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। ভবনটি ধোঁয়ার কারণে দেখা যাচ্ছে না। ফলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ফায়ার ফাইটারদের। ভবনটির নিচ তলায় বাটা শোরুমের দোকান এবং ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুন লাগার খবরের সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |