রাজধানীতে সড়কে শুয়ে সিএনজিচালকদের অবরোধ 

আরটিভি নিউজ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ০২:৩৮ পিএম


রাজধানীতে সড়কে শুয়ে সিএনজি চালকদের অবরোধ 
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে সড়কে শুয়ে অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালকরা। বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে এই অবরোধ করেন তারা। এতে করে মহাখালীগামী যানবাহনের দীর্ঘ সারি সড়কে আটকে রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

অবরোধের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. গোলাপ সিদ্দিকি বলেন, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হলো- ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে, ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশাচালকদের নামে অনুমোদন দিতে হবে, সিএনজি অটোরিকশা চালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে, আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে, পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে, লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission