• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩০
ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ
ফাইল ছবি।

রাজধানীর হাজারীবাগ-কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকায় সজল রাজবংশী নামের এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এর আগে রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তখনই হাজারীবাগ-কামরাঙ্গীরচরের সেকশন এলাকায় তার সঙ্গে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী সজল ১১৫/১ নং হাজারীবাগের খোকন রাজবংশীর ছেলে। তিনি কামরাঙ্গীরচরের ইতি জুয়েলার্সের মালিক।

ঘটনার বর্ণনা দিয়ে ওই ব্যবসায়ীর ছোট ভাই জয় রাজবংশী বলেন, আমার ভাই কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্সের মালিক। সে বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল। বাসার ঠিক কাছাকাছি এলেই অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্তরা আমার ভাইয়ের বাম পায়ে গুলি করে তার কাছে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই প্রায় ৭০ ভরি স্বর্ণ ও নগত টাকা ছিল। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে জানাতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, রাত সোয়া ১২দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তারা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় হজ কাফেলা এজেন্সির বিরুদ্ধে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
খুলনার সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ
স্বর্ণের নতুন দাম কার্যকর আজ থেকে
বাড়ল স্বর্ণের দাম