ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টসের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টসের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর জেসিআই ক্লাব লিমিটেডে সফলভাবে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে কাজী ফাহাদ (ন্যাশনাল প্রসিডেন্ট জেসিআই বাংলাদেশ ২০২৫), আরেফিন রাফি আহমেদ (ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ২০২৫), জাফির শাফি (জেনারেল সেক্রেটারি জেসিআই বাংলাদেশ), ব্যারিস্টার রাফায়েলুর রহমান মেহেদী (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা লোকাল প্রেসিডেন্ট জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টস), মোহাম্মদ সালাহউদ্দিন (আইপিএলপি ও ডিরেক্টর জেসিআই বাংলাদেশ), মো. ফয়জুন্নুর আকন্দ (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট), সামিহা তাহসিন (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও মেন্টর জেসিআই ঢাকা এস্পিরেন্টস) প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্টের মধ্যে সুজাউর রহমান ইমন, কাজী আন নূর হোসেন, মো. তাশদিক হাবিব, কাজী মোতাহাজ্জাদ বিল্লাহ, শাফকত হোসেন এবং আশহাব উস সাফা উপস্থিত ছিলেন।

জেসিআই ঢাকা অ্যাস্পিরেন্টস-২০২৫ বোর্ড অধিবেশনে জেসিআই ঢাকা অ্যাস্পিরেন্টসের ২০২৫ সালের লোকাল বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়—

লোকাল প্রেসিডেন্ট  ব্যারিস্টার এস এম  আবিদ উর রহমান, ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ শোভন, সেক্রেটারি ফজলে রাব্বি তুলন, ট্রেজারার সুলতান মাহমুদ, জেনারেল লিগ্যাল কাউন্সিল তানজিমুল ইসলাম শোভন ও লোকাল ডিরেক্টর শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

এ সময় ২০২৫ সালের নবনির্বাচিত নেতৃত্ব গতিশীল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন, যুব ক্ষমতায়ন এবং সমাজকল্যাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

একইসঙ্গে শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সামাজিক সমস্যাগুলোর সমাধান খুঁজতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণেরও কথা বলেন তারা।

অনুষ্ঠানে সহযোগিতা ও সম্মিলিত প্রবৃদ্ধির জন্য জোরালো আহ্বান জানানো হয়। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |